ফেনী জেলা প্রতিনিধি: জাহিদ হাসান চৌধুরী দাগনভূইয়া আশরাফুল উলূম মাদরাসার সাবেক ছাত্রদের সংগঠন তানযীমে ফুজালায়ে আশরাফের ” ফুযালা সম্মেলন’২০২৩ ১৬ ই মার্চ, বৃহস্পতিবার, মাদরাসা মিলনায়তনে তানযীমে ফুজালায়ে আশরাফের প্রধান সমন্বয়কারী আতিকুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সহকারী সমন্বয়কারী মুফতী এনামুল হক নাঈম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত পেশ করেন- দাগনভূইয়া আশরাফুল উলূম মাদরাসার মুহতামিম ও তানযীমের পৃষ্ঠপোষক হযরতুল আল্লাম মুফতী ইউসুফ কাসেমীMufti Yuosuf Qaseme।বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন- দেশের শীর্ষ আলেম, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা ইয়াহইয়া মাহমুদ।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মুহি উদ্দিন ইউসুফ, নাযেমে তা’লীমাত মাওলানা ইমাম উদ্দিন, প্রবীণ উসতাজ মাওলানা শিহাব উদ্দিন, সাবেক শিক্ষক, কৌশল্যা ইসলামিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা সাঈদুর রহমান, সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা নোমান কাসেমী, মাওলানা একরামুল্লাহ, মুফতী লোকমান হোসাইন, বর্তমান শিক্ষক মুফতী মুহাম্মদ সুলাইমান, মাওলানা মুরশিদ আলম আশরাফী, মুফতী নেয়ামতুল্লাহ, মুফতী আজিজুল হক, মাওলানা বেলাল হোসাইন, হাফেজ মাওলানা মুজ্জাম্মিল হোসাইন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এতে মাদরাসা নিয়ে স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন- অন্যতম ফুযালা সোনাইমুড়ী অম্বরনগর জোড়াপুল নূরানী ও হাফেজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শরিয়ত উল্লাহ। সাবেক ছাত্রদের মাঝে আরো বক্তব্য রাখেন- ফেনী জামিয়া হামিউস্সুন্নাহর নায়েবে মুহতামিম মুফতী সৈয়দ আহমাদ আশরাফি, মজলিস পুর আনোয়ারুল উলূম মাদরাসার নায়েবে মুহতামিম মুফতী আলী হায়দার কাসেমী, দাগনভূইয়া দারুর রাশাদ মাদরাসার মুহতামিম মুফতী আবু সাঈদ দাগনভী, চন্দ্রদ্বীপ রহমানিয়া মাদরাসার কার্যকরী মুহতামিম মাওলানা মুহাম্মদ ইলিয়াস, দাগনভূইয়া মারকাযুল কারীম আল ইসলামিয়ার মুহতামিম মুফতী সোহাইল কাসেমী, মুফতি জহিরুল ইসলাম দিদার, মাওলানা মুহাম্মদ মোস্তফা, মাওলানা দিদারুল আলম, মাওলানা আবদুল মুমিন, মাওলানা ফাহিম উদ্দিন, মাওলানা আলমগীর কবির, জনাব মৌলভী আলা উদ্দিন এবং তানযীমে ফুজালায়ে আশরাফের নির্বাহী কমিটির সদস্যগণ। উপস্থিত ছিলেন- ক্বারী বেলায়েত হোসাইন, হাফেজ বোরহান উদ্দিন, মাষ্টার আবুল বাশার, সাবেক ছাত্রদের মাঝে মুফতী জাহিদুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসেন সহ মাদ্রাসার সাবেক ও বর্তমান সিনিয়র জুনিয়র শিক্ষকমহোদয়গণ।বিকেল ০৩ ঘটিকা থেকে শুরু হয়ে এ প্রোগ্রাম রাত ০৮.৩০ মিনিটে শেষ হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে ফুযালা, সাবেক ছাত্র ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ অংশ গ্রহণ করেন। সকলের আগমনে মাদরাসা আঙ্গিনায় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সবশেষে সেরেতাজ প্রধান অতিথির মুনাজাত ও দোয়ার মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।