ফেনী জেলা প্রতিনিধিঃ জাহিদ হাসান চৌধুরী
৩০ শয্যার হাসপাতালে ১০০ জনেরও বেশি করোনা রোগী ভর্তি রয়েছে । সীট না পেয়ে কেউ কেউ নিরুপায় হয়ে ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন। অনেক মূমর্ষ রোগীও এখানে সীট না পেয়ে ফিরে যাচ্ছেন।
হাসপাতাল সূত্র জানায়, কয়েকদিন ধরে করোনা রোগীর পরিমাণ বাড়ছে। করোনার উপসর্গ নিয়ে এলে নমুনা সংগ্রহ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। জরুরি ভিত্তিতে অক্সিজেন দেওয়ার প্রয়োজন এমন রোগীকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। নির্ধারিত ৩০ শয্যার মধ্যে আর.টি.পি.সি.আর ল্যাবের পরীক্ষায় ৩৮ জন পজেটিভ রোগীই ভর্তি রয়েছে। ৭৫ জনকে অক্সিজেন দেয়া হচ্ছে। আইসিইউতে ১০টি শয্যার সবগুলোতে রোগী রয়েছে।
সোমবার রাতে করোনায় উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং সোমবার ভর্তি ছিলো ৯৬ জন রোগী। রবিবার ভর্তি ছিলো ৮৯ জন রোগী। এদিকে রোগীর ক্রমেই বেড়ে যাওয়াতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেবা দিতে গিয়ে একজন চিকিৎসক আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।