ফেনী জেলা প্রতিনিধিঃজাহিদ হাসান চৌধুরী
ফেনী পৌরসভা ১৩ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর দেওয়া ওএমএস চাল অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ১৫ জুলাই মহিপাল সরকারি কলেজ মাঠে সরকারের দেয়া চাল বিতরণ করেছেন কাউন্সিলর নাছির উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মঞ্জু রাণী দেবী, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার হাজারী, ১৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি হাজী সাহাব উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তাগণ।
কাউন্সিলর নাছির উদ্দীন জানান, দেশে মহামারি পরিস্থিতি ও সামনে ঈদুল আজহাকে উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় মানুষের জন্য ওএমএস চাল পাঠানো হয়েছে। এতে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি’র দিকনির্দেশনা ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সহযোগিতায় ১৩নং ওয়ার্ডের ৪০০ জন অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেন। এতে প্রতিজনকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।