ফেনী জেলা প্রতিনিধিঃ জাহিদ হাসান চৌধুরী– ৫ নভেম্বর’২২ (শনিবার) বিকেলে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়।ফেনী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের রাজাঝি দীঘির পাড়স্থ ইউনিটি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ইত্তেফাকের ফেনী জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান খান।ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি জাফর সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও দৈনিক সময়ের আলোর ফেনী জেলা প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিটির সহ-সভাপতি ও ডেইলি নিউ নেশন, দৈনিক আমার সংবাদের ফেনী জেলা প্রতিনিধি শেহাব উদ্দিন লিটন, কোষাধ্যক্ষ ও সাপ্তাহিক স্বাস্থ্য কথার সম্পাদক কাজী নজির আহম্মদ, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের সংবাদের ফেনী জেলা প্রতিনিধি এম.নাছির উদ্দিন, ক্রীড়া সম্পাদক ও নতুন আলো প্রতিদিনের ফেনী প্রতিনিধি রাজিব মাসুদ, নির্বাহী সদস্য ও দৈনিক এশিয়া বানীর ফেনী জেলা প্রতিনিধি ফারুক সবুজ,সাধারণ সদস্য ও দৈনিক আলোকিত দেশের ফেনী জেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন, দৈনিক নবচেতনার ফেনী জেলা প্রতিনিধি সাহেদ চৌধুরী ও এশিয়ান টিভির ফেনী জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ এবং ১৯৭১ সালে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধার সন্তান রহিম উল্লাহ শাহী রিনকসহ ইউনিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক অসহায়দের মাঝে শীতবস্ত্র করা হয়।