সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
কোভিড আক্রান্ত রোগীর পরিবার ফোন করলে বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় নিজ বাসভবন চত্বরে এক অনুষ্ঠানে তিনি জরুরি ফ্রি অক্সিজেন সার্ভিস কর্মসূচীর উদ্বোধন করেন।
মো.কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশ নেন গাজীপুর মহানগর যুবলীগ সদস্য মো. আতিকুর রহমান খান রাহাত, যুবলীগ নেতা নাহিদ মোড়ল, আব্দুল হালিম মন্ডল, আলমাস খান, পাপেল সরকার, শেখ হালিম, আফজাল হোসেন সরকার পাভেল, মো. মনিরুজ্জামান মনির, মো. সাখাওয়াত হোসেন, আনোয়ার পারভেজ প্রমূখ।