মোঃসামিদুল ইসলাম,বগুড়া জেলা প্রতিনিধি
মাটিডালী টু সাবগ্রাম রোডে শুক্রবার (২৭/১১/২০২০)ইং দুটি বাসের মাধে সংঘর্ষ হয়।ট্রাক দুটির মধ্যে সাবগ্রাম রোডের দিক থেকে হাল্কা বোঝায় ট্রাকটি যাচ্ছিল অপর দিকে মাটিডালী হতে জলপাই ফলবাহী একটি ট্রিক মানিকচক হতে একটু দূরে একটি আপরটির সাথে সংঘর্ষ ঘটে। এতে ২জন আহত হয়েছে বলে জানা যায়।
সংঘর্ষ ঘটার একটু পরে জনগণ ভিড় জমে। কিছুক্ষণ পরে পুলিশ ঘটনা স্থলে এসে গাড়ী দুটি সরিয়ে অন্যত্র রাখার ব্যাবস্থা করে।রাস্তায় বিশাল যানজট সৃষ্টি হলে পুলিশ এসে তা নিরশন করে।
পুলিশের কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ট্রাকটি থানায় নিয়ে রাখা হবে পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।