নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি। মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ ঘটিকার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান বলেন,বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে আমরা এ দেশ পেয়েছি। তাঁর জীবন ও কর্মের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এমন প্রশংসা করেন।এ সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ত্বোয়াহা ইয়াসিন হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, উপজেলা প্রেসক্লাবে’র আহ্বায়ক মোঃ এরশাদ আলী, যুগ্ম আহবায়ক শংকর পাল চৌধুরী প্রমূখ।এ আলোচনা অনুষ্টানে বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯ ঘটিকার দিকে মাধবপুর উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান। পরে উপজেলা চত্বর থেকে আনন্দ র্যালী বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চত্বরে গিয়ে শেষ হয়।মাধবপুর পৌরসভার নোয়াগাঁও,গংঙ্গানগর, গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করেন।এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে, র্যালি,বৃক্ষ রোপন, চিত্রাঙ্কন প্রতেযোগিতাসহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত হচ্ছে।