আর সেন (চট্টগ্রাম) লোহাগাড়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশে আওয়ামী যুবলীগ।
৭ ডিসেম্বর ( সোমবার) বটতলী মোটর স্টেশন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আরকান হোটেলের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, আবদুল হান্নান মোহাম্মদ ফারুক।
এসময় লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন বলেন, বাংলাদেশের অপর নাম-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে যে মৌলবাদী, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী হামলা চালিয়েছে তাঁর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু বলেন, কুষ্টিয়ায় রাতের অন্ধকারে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর চালিয়েছে তারা চিহ্নিত অপশক্তি এবং ৭১ এর পরাজিত সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী। তাদের সাম্প্রতিক কর্মকান্ড সীমা লঙ্গন করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর মানে বাংলাদেশের অস্বিত্বে আঘাত।
যুগ্ন আহবায়ক ,আবদুল হান্নান মোহাম্মদ ফারুক বলেন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে রয়েছে যুবলীগের প্রতিটি নেতা-কর্মী সেই উন্নয়নের পথকে আরও মসৃণ করতে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রাজপথে থাকবে।
কোন অপশক্তিই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। একই সময় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মরীরা উপস্থিত ছিলন।