হবিগঞ্জ জেলা প্রতিনিধি ::
বঙ্গবন্ধু ঢাকা ম্যরাথন-২০২১ উদ্বোধনী অনুষ্ঠান
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী (এমপি) বলেছেন, বঙ্গবন্ধুর ভাষণ শুনে দেশ স্বাধীন করার জন্য হাজার হাজার মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেন। ৭ মার্চ বঙ্গবন্ধুর সেই ভাষণ এখন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না। সারা পৃথিবীতে এই ভাষণ নিয়ে গবেষণা হচ্ছে।
শনিবার (৬ মার্চ) সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন-২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনে অনলাইনে নিবন্ধন করে ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। পরে শীর্ষ ১০ জনকে পুরস্কৃত করা হয়।
তিনি বলেন, পৃথিবীর অন্য কোনো দেশ ভাষার জন্য রক্ত দেয়নি। একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে। আমাদের এই গৌরব, এই ঐতিহ্য ধরে রাখতে হবে। বিশেষ করে মাধবপুর তেলিয়াপাড়া চা বাগান থেকে মুক্তিযুদ্ধের পরিকল্পনা গ্রহণ করা হয়। এই ইতিহাসগুলো নতুন প্রজন্মকে জানতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব,পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক শাহ নেওয়াজ শানু, সাংবাদিক রাজনীতি সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।
সংবাদদাতা
নাহিদ মিয়া
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
০১৭৫০০০৪৬৭৫,