মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার)
করোনা মহামারীতে রোগির অক্সিজেন সংকট নিরসনকল্পে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি নম্বর-১১৯১৫৯৩) ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।
বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদ্দাছির বিন আলী অক্সিজেন সিলিন্ডারগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসের কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উপদেষ্টা ডা. নজরুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী’র এপিএস কবিরুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, পৌর কাউন্সিলর কবির আহমদ, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মানিক, সদস্য আবদুল মুহিত, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাংবাদিক লিটন শরীফ, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র বড়লেখা প্রতিনিধি রেজাউল ইসলাম মিন্টু প্রমূখ।