• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু,নানা মহলের শোক প্রকাশ! ফেনী রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন’র ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ স্কুল বাহরাইনের উদ্যোগে মরহুম গোলাম রব্বানীর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল বাহরাইনে আল হেরা শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত গণতন্ত্র সম্মেলনের উদ্বোধন করলেন – জো বাইডেন চতুর্থ মেয়াদে শেখ হাসিনা সরকার গঠন করবে – ব্লুমবার্গ হজ্ব যাত্রীদের নিবন্ধনের সময় বাড়ালেন ধর্ম মন্ত্রণালয় আ. লীগের নেতৃত্বেই দেশে ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে: ওবায়দুল কাদের পরিবেশ মন্ত্রীর নির্দেশের পর সড়কের কাজ শুরু

বন্দুকের নল থুতনিতে লাগিয়ে সেলফি, উড়ে গেলো মাথা-মগজ

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ৪১৭ জন পড়েছে
প্রকাশিত সময়: রবিবার, ২৫ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

ভা’রতের উত্তর প্রদেশের হারদুই অঞ্চলে গু’লিভর্তি ব’ন্দু’ক থুতনির সঙ্গে লাগিয়ে সেলফি তুলতে গিয়ে মা’রা গেছেন এক না’রী। নি’হ’ত না’রীর নাম রাধিকা গুপ্তা (২৬)। ট্রিগারে চাপ পড়ে ব’ন্দু’কের গু’লিতে তার ঘাড় মা’থা-মগজ উড়ে গেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) স্বামীর বাড়িতে এই দু’র্ঘ’ট’নার শিকার হন তিনি। এ খবর প্রকাশ করেছে দেশটির শক্তিশালী গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে জানা গেছে, ব’ন্দু’ক দেখার পর রাধিকার শখ চাপে থুতনির সঙ্গে নল লাগিয়ে ছবি তুলবেন। তাও সেলফি। দারুন উৎসাহ নিয়ে প্রস্তুতি নেন তিনি। কিন্তু হায় কে জানতো, এই সেলফি তোলার উৎসবই হতে যাচ্ছে তার শেষযাত্রার শুরু! একহাতে মোবাইল ক্যামেরা অন্যহাতে ব’ন্দু’কের ট্রিগারে তার। এই সময় অসতর্কতাবশত ট্রিগারে আঙ্গুলের চাপ লাগায় গু’লি বেরিয়ে যায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে বেরুনো গু’লি তার গলা ও ঘাড় ছিদ্র করে বেরিয়ে যায়। হাসপাতা’লে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃ’ত ঘোষণা করেন।

রাধিকার শ্বশুর রাজেশ গুপ্তা জানান, তার ছে’লে আকাশ গুপ্তার সাথে রাধিকার বিয়ে হয় চলতি বছরের মে মাসে। শহরে তাদের ছোটো গহনার দোকান আছে। পঞ্চায়েত নির্বাচনের জন্য তাদের ১২-বোর একনলা বন্ধুকটি থা’নায় জমা রাখা হয়েছিল। বৃহস্পতিবার আকাশ সেটা বাড়িতে ফেরত আনে। ব’ন্দু’কটি বাড়ির দ্বিতীয় তলায় ছিল। বিকেল ৪টার দিকে আম’রা গু’লির প্রচণ্ড শব্দ শুনতে পাই। দৌড়ে উপরে যাই। দেখি রাধিকা র’ক্তে ভাসছে। গুরুতর আ’হত। ব’ন্দু’ক হাতে নিয়ে সে মেঝেতে পড়ে আছে। সামনে তার মোবাইল দেখতে পাই যা সেলফি তোলার জন্য রাখা ছিল। আম’রা দ্রুতই তাকে হাসপাতা’লে নিয়ে যাই কিন্তু তাকে বাঁ’চাতে পারিনি।

পু’লিশ ব’ন্দু’ক ও মোবাইল ফোনটি জ’ব্দ করেছে। ইতোমধ্যে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। পু’লিশ কর্মক’র্তা জানান, ভিকটিমের ফোন থেকে একটি ছবি সংগ্রহ করা হয়েছে যা তার মৃ’ত্যুর সম্ভবত কয়েক সেকেন্ড আগে তোলা হয়েছিল। পু’লিশ এই ঘটনায় রাধিকার স্বামী আকাশকেও জিজ্ঞাসাবাদ করেছে। আকাশ জানান, তার স্ত্রী’ ব’ন্দু’ক দেখার পর থেকেই ব্যাপক উৎসাহ দেখাচ্ছিল। সে ব’ন্দু’ক পাশে রেখে বেশ কয়েকটি ছবিও তুলেছিল। আরও ছবি তোলার জন্য উদগ্রীব ছিল। কিন্তু সেলফি তোলার একপর্যায়ে অসতর্কতায় ট্রিগারে আঙ্গুলের চাপ পড়ে গু’লি বেরিয়ে যায়।

এদিকে রাধিকার বাবা তার মে’য়ের আকস্মিক মৃ’ত্যুতে স’ন্দেহ প্রকাশ করেছেন। তিনি থা’নায় অ’ভিযোগ দায়েরে বলেছেন, স্বামীর বাড়ির লোকজনই যৌতুকের জন্য রাধিকাকে খু’ন করেছে। পু’লিশের এক উর্ধ্বতন কর্মক’র্তা জানিয়েছেন, ফরেনসিক রির্পোটের পর এই ঘটনার স’ম্প’র্কে তারা আরও বিস্তারিত জানতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌