বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার তালতলীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গৃহবধূ রেবা বেগম বাদী হয়ে, অভিযুক্ত নুরুজ্জামান, মোহাম্মদ আলী, মধু মুসল্লী, নূরু মিয়া, জাকির প্যাদা,দের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্তরা তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা গ্রামের। ভুক্তভোগী রেবা বেগম একই ইউনিয়নের নিন্দ্র ছকিনা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, রেবা বেগম ঘরে কাজ করতেছিল এমতাবস্থায় নুরুজ্জামান গৃহবধুর বশত ঘরে উঠিয়া তাকে ধর্ষণের উদ্দেশ্যে জড়াইয়া ধরিয়া শীলতা হানি ঘটায়। গৃহবধূ রেবা বেগম কোনরকম নুরুজ্জামান এর হাত থেকে ছুটে আসিয়া চিৎকার করলে অন্যরা ছুটিয়া আসিয়া গৃহবধূকে মারধর শুরু করে আর বলে আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিয়েছো। এমতাবস্থায় গৃহবধূকে তারা রড বিভিন্ন লাঠি দিয়া তার সর্ব অঙ্গে আঘাত করলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় তাকে স্থানীয়রা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা গেছে মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে তালতলী থানার অফিসার্স তালতলী থানার অফিসার্স ইনচার্জ কামরুজ্জামান জানান এ ব্যাপারে কোন কোন থানায় অভিযোগ আসেনি আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।