এস এম আনিছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
ব্যাংকিং সেবা সমাজের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে হাজীগঞ্জ পৌরসভা ১নং ওয়ার্ড বলাখাল বাজারে শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এই এজেন্ট ব্যাংকের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. হাবিবুর রহমান। দোয়া ও মোনাজাত শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের এভিপি এবং হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক এমএম রফিক চৌধুরীসহ অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তফা মিয়াজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেন্ট ব্যাংকের পরিচালক মো. ওমর ফারুক মুন্সী।
ব্যাংকের হাজীগঞ্জ শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা এম.আই ইস্পাহানির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, দলিল লিখক মো. মিজানুর রহমান প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলাখাল জে.এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বেপারী, সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন বকাউল, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুদ হোসেন।
এ সময় ব্যাংকের হাজীগঞ্জ শাখার নির্বাহী কর্মকর্তা ফয়েজ ইবনে আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ, বাজারের ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এজেন্ট ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বলাখাল বাজারে একটি ব্যাংকের প্রয়োজন ছিল আর এই ব্যাংকটি আশাতে শুভেচ্ছা জানিয়েছেন। সাবেক ছাত্রলীগ নেতা জনাব জাহিদুর রহমান (জাহিদ)। ও শাহরিয়ার তুহিন, দৈনিক আমাদের সংগ্রাম এর বার্তা সম্পাদক এস এম আনিছুর রহমান, অভি আহমেদ, ছোট ও বড় ভাই বন্ধুগণ।