রোকন বিশ্বাস-ষ্টাফ রিপোর্টার,ঢাকাঃ
পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার ৬ নং জাত-সাখিনী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ দলের দলীয় মনোনয়ন প্রত্যাশায় প্রত্যাশিত বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃফজলুল হক(মাষ্টার)।।
বাংলাদেশ আওয়ামীলীগের সাথে রাজনৈতিক জীবনে কখনো কোন প্রকার দলীয় পদবী নিয়ে কোন প্রকার কন্দলের সম্মুখীন হননি কিন্তু তিনি একজন সমাজ সেবক হিসাবে রাজনৈতিক অঙ্গনে রক্তে রঞ্জিত একজন ত্যাগী নেতা এবং একজন শিক্ষক হিসাবে সকল ছাত্র-ছাত্রীর মাথার মুকুট সেই উদ্দিপনার আলোকে বর্তমান প্রেক্ষাপটে তার আচরণ বিধিতে সন্তুষ্ট হয়ে সাধারণ জনতা ভিড় জমিয়ে নিজেদের ভিড়ে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করার স্বাধীনতা দিয়ে জনতার কাছে মানুষ হিসাবে চেয়েছেন এই বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃফজলুল হক(মাষ্টারকে)।।
সাধারণ জনগনের তখনি আশা সম্পূর্ণ রুপে পরিপূরক ভাবে পূর্ণ হবে মানুষকে সঠিকভাবে সঠিকরুপে গড়ে দেওয়ার মানুষকে বাংলাদেশ আওয়ামী লীগ দল দলীয় মনোনয়ন দিয়ে সাধারণ জনগনের পাশে থাকার সুযোগ করে দিবে এমন প্রত্যাশায় প্রত্যাশিত সাধারণ জনগন।।
শুধু তাই নয় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি এবং সেক্রেটারীর দায়িত্ব পালন করেছেন ২৭ বছর ধরে কিন্তু কোন প্রকার দূর্নীতি অনিয়মের কথা কেউই বলতে পারেনি তার প্রশংসার তারিফ করেছেন সাধারণ জনগন।।
তিনি লেখক হিসাবে ৬ টি বই প্রকাশ করেছেন।
কিছু বইয়ের নাম প্রকাশিত করা হলঃচল যাই টুঙ্গিপাড়া,শিশু সাহিত্যকঃছড়ায় ছড়ায় মুক্তিসেনা,
উপন্যাসঃস্বাধীনতা আমার স্বাধীনতা।
এই সকল বই লেখার মাঝে স্বাধীনতার বাস্তব প্রেক্ষাপট তুলে ধরেছেন তিনি এবং সকল ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের জন্যই প্রকাশিত হয়েছে।এই সকল বই পড়ে সকলের যেন মেধা দক্ষতায় পরিপূর্ণভাবে জানতে পারে।।
৩৯ বছর ৭মাস ২৮ দিন ধোবা-খোলা করনেশন হাইস্কুল এন্ড কলেজের সিনিঃশিক্ষক হিসাবে শিক্ষকতা করেছেন তিনি তবে তিনি একজন শুধু শিক্ষকই নন একজন বীর মুক্তিযোদ্ধা যাদের জন্যই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
বঙ্গবন্ধুর ডাকে এবং এই সকল বীর সেনাদের জন্যই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার প্রেক্ষাপট অবলোকন করে বাংলাদেশ আওয়ামী লীগ দলের কাছে সাধারণ জনগন মনোনয়ন চেয়ে বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃফজলুল হক (মাষ্টারকে) নির্বাচন করার সুযোগ চেয়েছেন এমনই মন্তব্য করেছেন ৬ নং জাত-সাখিনী ইউনিয়নের সাধারণ জনতা।।