রোকন বিশ্বাস-ষ্টাফ রিপোর্টার,পাবনাঃ
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার শ্বশদিয়া গ্রামের বাংলাদেশ আওয়ামীলীগ দলের দলীয় কর্মী হিসাবে কাজ করে আসছিলেন নিঃস্বার্থ ভাবে দলের জন্য কিন্তু কিছু দূর্বিত্তর হাতে প্রাণ দিতে হলো নাজমূল কে।।
নাজমুলের পিতা আব্দুল মজিত জানিয়েছেন,আমার প্রতিবেশির সাথে সম্পদ নিয়ে ঝামেলা হয় এর জন্যই কি আমার ছেলের জীবন দিতে হলো না কি বাংলাদেশ আওয়ামীলীগ দল করার জন্যই জীবন দিতে হল এই সকল বিষয়টি খতিয়ে দেখার জন্য আইনের প্রতি আস্থা রেখে আইনশৃংখলা বাহিনীকে বলেছেন।
শ্বশদিয়ার এলাকাবাসী জানিয়েছেন,১৫ই ফেব্রুয়ারিতে রাত ১১টার সময় নাজমুলকে সকল জায়গাতেই খোঁজ খবর নেওয়া হয় কিন্তু পাওয়া যায় না।
১৬ই ফেব্রুয়ারিতে আইনশৃংখলা বাহিনী তদন্ত করতে আসার পর থানার দিকে ফিরে যাওয়ার সময় আব্বাস মোল্লার ছেলে শাকিল(২৫) কে গ্রামবাসী আইনের আওতায় সপর্দ করে এবং আইনশৃংখলা বাহিনী জিজ্ঞাসাবাদ করায় স্বীকারোক্তি করে এবং মৃত দেহ দেখিয়ে দেয়। তখন আইনশৃংখলা বাহিনী মৃত্যু দেহ উদ্ধার করে।।
এলাকাবাসী আরো জানিয়েছেন,এই হত্যাটা পরিকল্পিত ভাবেই করা হয়েছে এবং একার পক্ষে কখনো সম্ভব হয়ে ওঠে নাই এই হত্যা করা কিন্তু এই হত্যার বিষয়টা একটু খতিয়ে দেখা হয় তাহলে কেঁচো খুরতে সাপ ও বের হতে পারে।।