নিজস্ব প্রতিবেদন
আজ ১৯-০৩-২০২১, রোজ জুমাবার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদের আওতাধীন ৫নং বরুমচড়া ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও ইউনিয়ন শাখার কাউন্সিল অত্র ইউনিয়ন শাখার সভাপতি আতাউল মোস্তাফা জামসেদের সভাপতিত্বে মফিজুল আলনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাক থেকে তিলাওয়াত করেন, মোহাম্মদ নুরুল আলম।
নাতে মোস্তাফা পরিবেশন করেন, ইমরান হুসাইন।
যৌত সুরে সেনা সংগীত গাহেন এম এ রহিম ও এইচ এম আবছারুণ নাঈম মুন্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা ফিরোজ মিয়া, সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরুমচড়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা শফিউল আলম কাদেরী, সাংগঠনিক সম্পাদক-বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরুমচড়া ইউনিয়ন। রাসেল সাওদাগ, অর্থ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরুমচড়া।
প্রধান বক্তা ছিলেন যুবনেতা হাফেজ জয়নাল আবেদিন, সদস্য সচিব বাঃ ইঃ যুবসেনা আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদ। নির্বাচন কমিশন-ছাত্রনেতা মুহাম্মদ জাহেদ হুসাইন, প্রচার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা পূর্ব পরিষদ। এতে আরো উপস্থিত ছিলেন, মহসিন ভাই, আজিম, দিদার, ফোরকান, আসাদ, নাছির, জাহেদ, রহিম, এমদাদ, মঞ্জুর, আব্বাস, ফোরকান প্রমুখ।