আজ ৬ আগস্ট (শুক্রবার) বিকেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদ সংলগ্ন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় ৫’শত দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷
খাদ্য সামগ্রী হিসেবে ছিল ১০ কেজি চাল, আধা লিটার সয়াবিন তেল, ১ কেজি আলু ও আধা কেজি মুসুর ডাল।
মহাদান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান জুয়েল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসিমা নাহাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন করিব প্রমুখ।
এ ছাডাও সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,অ্যাডভোকেট মতিয়র রহমান স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী ভূঁইয়া,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন পাঠান,তারাকান্দি ট্রাক ও ট্রাঙ্কলড়ি মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, পৌর যুবলীগের সাধারন সম্পাদক সুমন চাকলাদার, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রাঙ্গা,পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আনোয়ার হোসেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মহাদান ইউনিয়নের রঘুনাথপুরে গৃহহীনদের জন্য নিমার্ণাধীন আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।