মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
সাংবাদিক মোঃ আজম খাঁনকে আহ্বায়ক ও সাংবাদিক শেখ ফরমান উল্লাহকে সদস্য সচিব করে ১১সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটি।
আজ শনিবার রাত ১০টায় ভার্চ্যুয়ালের মাধ্যমে সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি মোঃ রাকিবুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক ও মুখপাত্র রোটারিয়ান জহুরুল ইসলাম তারেকের সাক্ষরিত ও অনুমোদিত এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন অত্র সংগঠনের প্রচার সম্পাদক ডাঃ মাওঃ আমির উদ্দিন কাশেম।
বাংলাদেশ পুনিবিস’র প্রচার সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য ডাঃ মাওঃ আমির উদ্দিন কাশেম
চট্টগ্রাম বিভাগের নব-নির্বাচিত আহবায়ক কমিটির সকল সদস্যদেরকে বাংলাদেশ পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমরা আশা করি আপনাদের মাধ্যমে নির্ধারিত সময়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমন্বয়ে চট্টগ্রাম ও তার আওতাধীন সকল জেলার পুর্নাঙ্গ কমিটি উপহার পাবো।
সকলে আন্তরিকতার সাথে সংগঠনের কাজ আঞ্জাম দেয়ার জন্য উদাত্ত আহ্বানও জানান তিনি।