মাজহারুল ইসলাম বাদলঃ- স্টাফ রিপোর্টার।
ব্রাক্ষণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী খানেপাড়া ঐতিহাসিক জমিদার বাড়ির মুক্তিযুদ্ধা প্রশিক্ষণ কেন্দ্রর যাওয়ার এক শত নয় বছরের পুরনো রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পূর্ব আক্রোশের জেরে জমিদারের নাতি
কিংকর রায়ের বিরুদ্ধে মন্দিরে যাওয়ার রাস্তায় দেয়াল নির্মান করে রাস্তাটি বন্ধ করার অভিযোগ পাওয়া যায়। উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট এলাকাবাশির পক্ষ থেকে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছে সমীর মজুমদার।
জানা গেছে যে মহান মুক্তিযুদ্ধের সময় ঐতিহাসিক জমিদার বাড়ির মুক্তিযুদ্ধাদের প্রশিক্ষ দেয়া হতো এবং ২নং সেক্টর হিসেবে পরিচিত। ১৯১২ সালে ভারত থেকে মিস্ত্রি এনে জমিদার বাড়িটি নির্মাণ করা হয়।এ বাড়িতে ৩টি পুকুর ২টি বিল্ডিং ও ১টি মন্দির রয়েছে।
হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখানে এসে পুজা করে।বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা দেখার জন্য জমিদার বাড়িতে আসে। রাস্তাটি বন্ধ করে দেয়ার কারনে পুজা দিতে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে আসা যাওয়া যেমন অসুবিধা হচ্ছে তেমনি অসুবিধা হচ্ছে বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে এলাকাবাসী।
ভুক্তভোগীরা বলেন, একশত নয় বছরের পুরনো রাস্তা দিয়ে ১০-১২টি পরিবারের লোকজন যাতায়াত করতো। কিন্তু হঠাৎ করে জমিদারের নাতি কিংকর রায় ও তার লোকজন রাস্তাটিতে দেয়াল তৈরি করে রাস্তা বন্ধ করে দেয়। এতে চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাফেরা করতে হচ্ছে।এ ঘটনায় প্রতিকার চেয়ে ঘটনার পর বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছি। কিন্তু এখনও কোনো সমাধান হয়নি।