
মোঃ রবিউল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধিঃ
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীনকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৪ জন।
প্রজ্ঞাপনে ড. জাফর উদ্দিনকে সিনিয়র সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য যে, এর আগে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। তিনি ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ওই বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, ড. মো. জাফর উদ্দীন সরকারের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তার নিজ জন্মস্থান জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৫ নং ওয়ার্ড় কামরাবাদ এলাকায় হওয়ায় উপজেলার মানুষের মাঝে এক নতুন আমেজের সৃষ্টি হয়েছে।