আশফাক আহমেদ,বাহরাইন প্রতিনিধি :বাহরাইনে আল হেরা শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ও তালিমুল কোরআনের সার্বিক সহযোগিতায় শাখা পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দেশটির রাজধানী মানামায় দারুল ঈমান হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে সংগঠনের বিভাগীয় সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মোঃসফিকুর রহমান ও মোহাম্মদ আইয়ুবের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন মিনিস্ট্রি অফ ওয়ার্কে কর্মরত ইঞ্জিনিয়ার বদরুল আলম।বিশেষ অতিথি ছিলেন খায়রুল বাশার,মো:জসিম উদ্দিন,মাওলানা আব্দুল হাই,নুর মোহাম্মদ,জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার সালা উদ্দিন, ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ,সুহেল আহমেদ সহ বাহরাইন অবস্থানরত সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে প্রতিটি শাখার পরিচিতি ও স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে হাম,নাত,ইসলামী সংগীত,দেশত্ববোধক গান,কবিতা অবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।পরে বিচারকমন্ডলী প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী খামিছ শাখাকে প্রথম,সালমাবাদ শাখাকে দ্বিতীয় ও মানামা শাখাকে তৃতীয় স্থান বিজয়ী ঘোষণা করে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।