• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ লৌহজংয়ে দশ ট্রাক চায়না দুয়ারি আটক দৌলতখানে উঃ জয়নগর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ ফরিদগঞ্জে ৩১ পরিবার মুজিবর্ষের ঘর প্রদানের মধ্যে দিয়ে উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা ভোলা কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠিত লৌহজংয়ে ১৭ জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

বাহরাইনে দূতাবাসের উদ্যোগে আরব ওপেন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ৩৪ জন পড়েছে
প্রকাশিত সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

আশফাক আহমেদ,বাহরাইন প্রতিনিধি :  যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় বাহরাইনের আরব ওপেন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেমিনার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির আলী এলাকায় স্থানীয় সময় সকাল এগারো টায় ওপেন ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মহিউদ্দিন কায়েসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইনের উচ্চ শিক্ষা পরিষদের মহাসচিব ড. শেইখা রানা বিনতে ঈসা বিন দুয়াইজ আল খালিফা। বিশেষ অতিথি ছিলেন আরব ওপেন উনিভার্সিটির প্রেসিডেন্ট ড. গুরমাল্লাহ্ আল গামদী,বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মইজ চৌধুরী।বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিকবৃন্দ, বাহরাইন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ব্যবসায়ী, সাংবাদিক বাহরাইনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম স্বাগত বক্তব্যে মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী সকল শহীদদের এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি বলেন বাঙালিই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়ে পৃথিবীতে এক নজিরবিহীন ইতিহাসের জন্ম দিয়েছেন।এছাড়া তিনি বাংলাদেশের এই ভাষা শহিদ দিবস কিভাবে বিশ্বব্যাপী একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় তা সকলের উদ্দেশ্যে তুলে ধরেন এবং সকলের মাতৃভাষা সংরক্ষণের উপর জোর দেন।এ প্রেক্ষিতে তিনি বাংলাদেশ সরকার একটি মাতৃভাষা ইনস্টিটিউশন (IMI) প্রতিষ্ঠা করেছে যেখানে সকল বৈশ্বিক ভাষা সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে মর্মে জানান।অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা হয়,চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। পরে রাষ্ট্রদূত অতিথিদের সাথে নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।প্রদর্শনীতে ৩০টি স্কুলের ৯০টি চিত্রকর্ম প্রদর্শিত হয়।পরিশেষে, রাষ্ট্রদূত অনুষ্ঠানে আগত সকল অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌