আশফাক আহমেদ,বাহরাইন প্রতিনিধি : বাহরাইনে প্রতিবারের ন্যায় পবিত্র ঈদকে সামনে রেখে WeCare টিম “প্রবাসীদের ঈদ আনন্দ” শিরোনামে দেশটিতে বসবাসরত বাংলাদেশী শ্রমিকদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্ছাদের সুনিপুণ হাতে ঈদের আগাম বার্তা লিখে ঈদ আগমনী শুভেচ্ছা জানিয়ে চারশত শ্রমিকদের মাঝে নতুন পাঞ্জাবী,জায়নামাজ,উপহার সামগ্রী এবং ভালোবাসা প্রদান করে টিমটি। সামাজিক সংগঠন উই কেয়ারের আয়োজনে দেশটির সালমাবাদ এলাকায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মোসাদ্দেকুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন -বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুইজ চৌধুরী,ড.শাহ আলম,ইঞ্জিনিয়ার বদরুল আলম, জয়নাল আবেদীন,আলা উদ্দিন নূর, মাজহারুল হক নয়ন, ইঞ্জিনিয়ার ড.সাহেদুর ইসলাম,কামাল উদ্দিন,বশির আহমেদ, মিজানুর রহমান, আব্দুল হান্নান, মোহাম্মদ আইয়ুব,মোফাজ্জল হোসেন, মোহাম্মদ ইউসুফ সহ বাহরাইন অবস্থানরত রাজনৈতিক, সামাজিক সংগঠন ও Wecare প্রতিষ্ঠাতা সদস্য সবুজ মিলন, ইউসুফ, জলিল, মোফাজ্জল , সাইফুল, ইব্রাহিম সেচ্ছাসেবকগণ হাসান, রাসেল, শরীফ, রানা ,মোরশেদ ,জহির সহ আরো অনেকেই। সভাপতি তার বক্তব্যে বলেন, এমনকিছু মানুষের সাথে ইফতার এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই ছিলো টিম WeCare এর মূল লক্ষ। তাই সুন্দর ও শৃংখলার সাথে অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পেরে উৎফুল্ল টিম WeCare. পরিষেশে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।