স্টাফ রিপোটারঃ মোঃ মাহাফুজুর রহমান। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) ২০২৩। বিকাল তিনটায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বঙ্গবন্ধু মূরাল চত্বরে মিরপুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে যুব শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মিরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়াদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এ্যাড: আব্দুল হালিম। মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল কবির স্বপন, মিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস, উপস্থিত ছিলেন মিরপুর পৌর মেয়র হাজ্বী মোঃ এনামুল হক মালিথা, ও অন্যান্য নেতাবৃন্দ্র উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিতির বক্তব্যে জামাত বি এন পির নৌরাজ্যের তৃব্য নিন্দা প্রকাশ করেন।