হবিগঞ্জ জেলা প্রতিনিধি। রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাধবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এসময় তারা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবি জানান। সোমবার (২২ মে) বিকালে সাড়ে ৪ টায় মাধবপুর উপজেলা পরিষদের গেইটের সম্মুখ থেকে মাধবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা গেইটের সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় মাধবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আ. লীগের সভাপতি শাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপু, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাসেম,আন্দিউড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আতাউর সামাদ বাবু। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মাধবপুর পৌর ৭নং আ.লীগের সাবেক সভাপতি সুজন রায়,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব, পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম, পৌর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নাহিদ মিয়া,সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, তাঁতী লীগ জাতীয় শ্রমিক লীগ, আওয়ামী লীগ, সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে হত্যার হুমকি দেওয়া দেশদ্রোহিতার সামিল। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যতদিন রাজপথে আছে ততদিন শেখ হাসিনার দিকে আঙ্গুল তোলার দুঃসাহস যেন কেউ না করে। বিএনপি নেতা আবু সাঈদকে গ্রেফতার করা হয়েছে।এবং তার দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবি জানিয়েছেন মাধবপুর উপজেলা আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক আমরা গণআন্দোলনে যাবো। এর আগে (১৯ মে) সরকারের পদত্যাগ, মামলা ও গণগ্রেফতার বন্ধ, দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।