আর সেন (চট্টগ্রাম) লোহাগাড়াঃ
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা।
১৬ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে লোহাগাড়া কেন্দ্রীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এসময় ১৯৭১ সালে মুক্তির সংগ্রামে শাহাদাৎ বরণ কারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্মৃতিসৌধে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়।
এসময় রাজপত মিছিলে মিছিলে মুখরিত ছিলো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, স্লোগানে স্লোগানে। উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দুপুরে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া সাংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন।
লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার সহ সকল সিনিয়র নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য ডক্টর নদভী এমপি বলেন বর্তমান সরকার হলো উন্নয়নের রোল মডেল এই সরকার বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে। দেশে বড় বড় মেগা প্রকল্প গুলো করোনা কালীন সময়ে থেমে নেই, এবং অর্থনৈতিক চাকা সচল রেখে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের জিডিপি হার বৃদ্ধি পাচ্ছে দিনকেদিন বাংলাদেশের যেসকল মেগা প্রকল্প গুলো রয়েছে সেগুলো যদি সম্পন্ন হয় তাহলে বাংলাদেশ সিংগাপুর, মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবেন বলে জানান। করোনা ভাইরাস প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম করার আহ্বান জানান এবং মাস্ক পরার জন্য অনুরোধ করেন।
লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, আব্দুল
হান্নান মোহাম্মদ ফারুক, যুবলীগ নেতা সরওয়ার কামাল, আব্দুল্লাহ আল সায়েম, হুমায়ুন রশিদ, রতসেন বড়ুয়া, মিজানুর রহমান চৌধুরী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান ও সাধারন সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, দপ্তর আরফাত চৌধুরী আদর সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।