• সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত- জামালপুর জেলার মেলান্দহে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যা করা হবে; সাংসদ এবাদুল করিম বুলবুল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন ভোলা-১ আসনে তোফায়েল ভাইয়ের বিকল্প নেই – জহুরুল ইসলাম নকিব কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত: প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন আজমত উল্লা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে পুণরায় সভাপতি সেলিম, সম্পাদক সুমন ১০ দফা বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত  জেলা পর্যায়ে মেধা প্রতিযোগীতায় সুজানগর গার্লস একাডেমির ছাত্রী মার্জিয়া রহমান নিহার কৃতিত্ব। 

বিতর্কিত আইনের প্রতিবাদে রণক্ষেত্র ফ্রান্স

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ২২৯ জন পড়েছে
প্রকাশিত সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক:

বি’ক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস। শনিবার (২৮ নভেম্বর) করো’না উপক্ষো করে প্যারিসের রাস্তায় বি’ক্ষোভে অংশ নেন লাখ লাখ মানুষ। শুধু প্যারিস নয় ফ্রান্সজুড়েই চলে বি’ক্ষোভ। আ’গুন জ্বালিয়ে এ সময় সরকারবিরোধী স্লোগানে মুখর হয় চারপাশ।

কর্মক্ষেত্রে পু’লিশের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আইন প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করেছে ফ্রান্স। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদেই এ বি’ক্ষোভ। এতে অংশ নেন, সাংবাদিক, শিক্ষার্থী, বামপন্থি, অ’ভিবাসী অধিকার সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বি’ক্ষোভকারীরা বলছেন এ আইন পাস হলে পু’লিশের নি’র্যা’তনের বি’রুদ্ধে কিছু বলা যাবে না, পু’লিশি সহিং’সতার ছবি প্রকাশ করা যাবে না। প্রস্তাবিত এ আইনকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছেন তারা।

সাধারণ মানুষ বলছেন, ‘পু’লিশ সহিং’সতা না করলে তাদের সহিং’সতার ছবি তোলারও প্রয়োজন পড়বে না। তার মানে পু’লিশ সহিং’স সেটা প্রমাণ হচ্ছে। আম’রা ক্ষুব্ধ কারণ এদেশের সরকার জনগণের কথা শোনার প্রয়োজন মনে করে না, উল্টো এ রাষ্ট্র দমন করতে চায়।’

পু’লিশের পক্ষে আরও আইন আছে, নতুন করে আর দরকার নেই। প্রস্তাবিত আইনটি পাস হলে, জনগণের অধিকার ক্ষুণ্ণ হবে।দিন গড়িয়ে রাত হলেও চলতে থাকে বি’ক্ষোভ। দাঙ্গা পু’লিশ বাধা দিলে সং’ঘর্ষ বেঁধে যায় তাদের সঙ্গে। পু’লিশকে লক্ষ্য করে পানির বোতল আর পাথর ছুড়লে বি’ক্ষোভকারীদের দমনে কাঁদানে গ্যাস ও জলকা’ মান নিক্ষেপ করে পু’লিশ।

২০১৮ সালে ইয়েলো ভেস্ট আ’ন্দোলন শুরু হওয়ার পর থেকে দেশটিতে পু’লিশি কঠোরতা বেড়ে যায়, এরপর থেকে পু’লিশের নানা কর্মকা’ণ্ডে ক্ষুব্ধ ফরাসিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌