এইচ.এম.ফরিদুল আলম আশরাফী আন্তর্জাতিক রিপোর্টার
যুক্তরাজ্যসহ ইউরোপ থেকে আগত সকল যাত্রীকে সরকারি কো’য়া”রে’ন্টাইন সেন্টার বা সরকার নির্ধারিত আ’বা’সিক হো’টেলে (নিজ খরচে) ১৪ দিনের বা’ধ্যতামূ’লক কো’য়া’রেন্টা’ইনে থা’কতে হবে। মঙ্গলবার (৩০ মার্চ)
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এ সং’ক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টা
১ মিনিট (৩১ মার্চ, বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দেশনাটি কার্যকর হবে সেখানে বলা হয়। এদিকে ঢাকায় ২৫ টি হো;টে;লকে সরকার অনুমো;দন দিয়েছে যেখানে বিদেশ থেকে থেকে আসা যাত্রীরা নিজ খরচে কো;য়া;রেন্টা;ইনে থাকতে পারবেন। হো;টেল;;গুলো হচ্ছে- বারিধারার এসকট দ্যা রেসিডেন্ট লিমিটেড ঢাকা, গুলশান-২ এর দি ওয়েস্টিন ঢাকা, বারিধারার এসকট প্যালেস লিমিটেড, বনানীর প্লাটিনাম হোটেলস বাই শেলটেক, উত্তরার হানসা, শুলশান ২ এর লংবিচ সুইটস ঢাকা, হোটেল লেক ক্যাসেল, উত্তরার বেস্ট ওয়েস্টার্ণ প্লাস ম্যাপেল লিফ, গুলশান ২ এর হোটেল বেঙ্গল ব্লুবেরী, বারিধারার ডেইজ হোটেল ঢাকা,
উত্তরার মনসুন ইন, বনানীর হোটেল আফতাব আওয়ার্স রেসিডেন্টস, বনানীর গোল্ডেন টিউলিপ, গুলশান ২ এর হোটেল ট্রপিক্যাল ডেইজি। এছাড়া বনানীর হোটেল সুইট ড্রিম, কাওরান বাজারের হোটেল লা ভিঞ্চি, বনানীর আমাজন লিলি লেকভিউ রেসিডেন্স, বনানীর অমনি রেসিডেন্স, নিকুঞ্জের বেস্ট ওয়েষ্টার্ন প্লাস মায়া, হোটেল গ্রেস ২১, উত্তরার হোটেল এফোর্ড ইন, হোয়াইট প্যালেস হোটেল, মেরিনো রয়েল হোটেল, মেমেন্টো হোটেল, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন।
দেশে হঠাৎ করে ক’রো’নাভা’ইরা’সের সং’ক্র’মণ বেড়ে যাওয়ায় সোমবার (২৯ মার্চ) মন্ত্রিপ’রিষদ বি’ভাগ থেকে করোনা প্র’তি’রোধে এক প্র’জ্ঞাপ’নের মাধ্যমে মোট ১৮ দফা নির্দেশ’না জারি হয়। ওই নির্দেশ’নায় বিদেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারে”ন্টাইন নিশ্চি’ত করার নির্দে’শনা দেয়া হয়।