মোঃ মেরাজ আলী,চাঁপাইনবাবগঞ্জঃ
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এবং জনাবা খাদিজা বেগম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাচোল উপজেলা এবং সহকারী পরিচালক ড্রাগ প্রশাসন ফুয়ারা ইয়াসমিন এর উপস্থিতিত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সোনাইচন্ডি বাজারে বুধবার ২০ জানুয়ারি ২০২১ তারিখ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপুল পরিমান লাইসেন্স বিহীন ভারতীয় অবৈধ ভেজাল ঔষুধসহ ০৪ জন ড্রাগ ব্যাবসায়ী আটক করে।
চোরাকারবারী/ড্রাগ ব্যাবসায়ীরা হচ্ছে,চাঁপাইনববাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ফকির পাড়ার মৃত রিপন আলীর ছেলে বিদ্যুৎ আলী (২৩), মিয়া পাড়ার পিতা-মৃত গোলাম রব্বানীর ছেলে মোঃ পরাগ আলী (৩৫),কাশীপুরের লিয়াকত আলীর ছেলে মহিউদ্দিন (৫২), এবং আঃ কাদেরের ছেলে মোঃ হিমেল (৩৫)। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১ ও ২নং আসামীদ্বয়কে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড, ০৩নং আসামীকে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৪নং আসামীকে ৫,০০০/-টাকা জরিমানা প্রদান করা হয়।
ঘটনাস্থলে ধৃত আসামীদের নিকট হতে Cetritixine Hydrochloric Tablet(Indian),Dyclofenac tablet(Indian),Nimesulide Tablets (Indian),Cyprohetradine hydrochloride tablets( Indian),Dexamethason tablets (Indian),অশোকারিস্ট ,Zinseng Syrap, Senegra tablets (viagra),ফাওলাদ Tablet,মুকাব্বি খাস tablets, বিচ্ছু মলম,শান্তি মলম,Cal-x tablets,Max -z Syrup,শক্তি সিরাপ,Ganohymax syrup,শুক্রসঞ্জীবনী হালুয়া,Synapex syrup,Shahjalal vitamin syrup,Muslim Ayurvedic syrup,Poly zinc syrup.এইসকল নকল ঔষুধ উদ্ধার করা হয় যা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়।জরিমানার টাকা সরকারী কোষাগারে জমা করা হয় এবং তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।