ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
রাত বারোটায় শেষ, বিষাদের বিশ
চলে যাক্ সাথে-সাথে বিশের বিষ!
নানাবিধ ঘটনায় ঠাসা এই সাল,
ইতিহাসে রয়ে যাবে,কাল মহাকাল।
হতাশা নিরাশার এই, দু’ হাজার কুরি,
বর্ণনা কি দিবো, কিবা আমি পারি?
প্রথমেই বলি যদি করোনার কথা
ধরণীকে তছনছ করেছে সে যথা।
পৃথিবীর মানুষেরা পাড়া বা টাউনে
আটকে পরেছিলো, ঘরে লক’ডাউনে।
তেল চুরি, চাউল চুরি এরি মাঝে ঘটেছে,
রাষ্ট্র এ কারবারে বার বার চটেছে।
আজ চোর কে কোথায়, সে খবর জানেকে
জেল থেকে ছাড়া পেয়ে- সাধু আজ অনেকে!
পাপিয়ার পাপে ভরা করোনার বুক
ধর্ষণে ছাড়িয়েছে সেই জাহেলী যুগ।
জীবন নিয়ে খেলেছে খেলা, সাহেদ ও সাবরিনা,
পরেছে ধরা, রাষ্ট্র তারা-করতে চেয়ে কানা।
করোনার দায়িত্বে যখন পুলিশ, কুড়ায় শত গুণ,
অসি প্রদীপ করলো তখন, মেজর সিনহা খুন।
দেশে এসে চাপিলো যেই, মহামারি বালা
ঝুললো তখন শিক্ষালয়ে এক নাগাড়ে তালা।
ক্লাস বন্ধ, পড়া বন্ধ-বন্ধ প্রশ্ন ফাঁস,
বছর শেষে ছাত্র-ছাত্রী সবাই অটোপাস।
রচনা ৩১-১২-২০২০ রাত১০টা
চিকন্দী, সদর শরীয়তপুর।