• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম

বীরগঞ্জে ব্রেন স্ট্রোকে রাবি শিক্ষার্থীর মৃত্যু

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ১৪৭ জন পড়েছে
প্রকাশিত সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২০

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- ব্রেন স্ট্রোকের ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লিয়ন ইসলাম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লিয়ন ইসলাম বীরগঞ্জ উপজেলায় ভোগনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. ইউনুস আলীর ছেলে। লিয়ন বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার বেলা ১২ টার দিকে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর তথ্যটি লিয়নের বাবা মো. ইউনুস আলী নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার পর্যন্ত কোন কিছুই ছিলনা সুস্থ ছিল লিয়ন, সকালের দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় তার পরই আনুমানিক ১২.১০ এর দিকে মারা যায়। বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রায়হান আলী বলেন, লিয়নের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। ওর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এবং শোক সন্তোপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক। শুক্রবার এশার নামাজ শেষে লিয়নের জানাজার পর দাফন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌