• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু,নানা মহলের শোক প্রকাশ! ফেনী রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন’র ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ স্কুল বাহরাইনের উদ্যোগে মরহুম গোলাম রব্বানীর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল বাহরাইনে আল হেরা শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত গণতন্ত্র সম্মেলনের উদ্বোধন করলেন – জো বাইডেন চতুর্থ মেয়াদে শেখ হাসিনা সরকার গঠন করবে – ব্লুমবার্গ হজ্ব যাত্রীদের নিবন্ধনের সময় বাড়ালেন ধর্ম মন্ত্রণালয় আ. লীগের নেতৃত্বেই দেশে ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে: ওবায়দুল কাদের পরিবেশ মন্ত্রীর নির্দেশের পর সড়কের কাজ শুরু

বেগমগঞ্জে পুকুরপাড়ে মাছ ধরতে গিয়ে লাইট মারাকে কেন্দ্র প্রবাসী নিহত!

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ৯৯ জন পড়েছে
প্রকাশিত সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ইমাম হোসেন;নোয়াখালী প্রতিনিধিঃ

বৃষ্টিতে মাছ ধরতে গিয়ে লাইট মারাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় নোয়াখালীর বেগমগঞ্জে ফজলুল করিম ওরফে সোহেল (২৮) নামে এক লেবানন প্রবাসী নিহত হয়েছেন।

 

বুধবার (২ মে) রাত পৌনে ৮টার দিকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এর আগে, মঙ্গলবার (১ মে) রাতে গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজ্জাকপুর গ্রামের আতার বাড়িতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নিহত সোহেল ওই বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। তিনি কিছুদিন আগে লেবানন থেকে বাড়িতে আসেন।

 

নিহত সোহেলের চাচাতো ভাই খলিলুর রহমান জানান, বাড়ি জায়গাজমি নিয়ে সোহেলদের সঙ্গে তার আরেক চাচা মৃত জয়নাল আবেদীনের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে বৃষ্টির সময় পুকুরপাড়ে কৈ মাছ ধরতে গেলে লাইট মারাকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জয়নাল আবেদীনের ছেলে মহিন উদ্দিন ও মো. মনির সোহেলকে বেদম মারধর করে এবং কুপিয়ে জখম করেন।

 

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

 

গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মিজানুর রহমান বলেন, ‘তুচ্ছ ঘটনার জেরে একটি তাজাপ্রাণ ঝরে গেল। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি করছি।’

 

গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হুদা বলেন, ‘বিষয়টি মর্মান্তিক। থানা পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছি।’

 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে গিয়ে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।’

 

তিনি আরও বলেন, ‘পারিবারিক পূর্ব বিরোধের জেরে তুচ্ছ ঘটনায় এ মৃত্যুতে অভিযোগ অনুযায়ী জড়িত সবার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌