স্টাফ রিপোর্টারঃ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম
ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বিএনপি’র আঞ্চলিক দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মিলাদ এর আয়োজন করা হয়েছিল। আজ 30 রমজান ইফতারের পূর্ব মূহুর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ও রোগ মুক্তি কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের নেতাকর্মী ও জনগণ উপস্থিত ছিল।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাহমুদ হাসান কবির মঞ্জিল, পৌর বিএনপি’র আহবায়ক রেজাউল করিম ঢালী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বিপুল, উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার শামসুদ্দোহা সজীব সহ আরো অনেকেই।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাইবান্ধা ইউনিয়ন বিএনপি’র সম্মানিত সভাপতি আলহাজ্ব মেজবাহউদ্দিন সাদা মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ বিল্লাল হোসেন।