বিপ্লব নিয়োগী তন্ময়ঃ নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি।
ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগরে জয়িতা সংবর্ধনা পেলেন ৬ নারী।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার(৯/১২) দুপরে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় রেখে বেগম রোকেয়া দিবসে ৬ জন নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জান মনির, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, জেলা পরিষদ সদস্য ও বিভাগীয় জয়িতা অধ্যাপক নুরুন্নাহার বেগম, মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা বেগম প্রমুখ ।
জয়িতা সংবর্ধিত ৬ জন হলেন ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, দুরুইল গ্রামের মারুফা বেগম, আলমনগরের নার্গিছ বেগম, আহম্মদপুরের খোশনাহার বেগম, কাজলিয়ার তাসলিমা বেগম, বাড্ডা গ্রামের হাজ্বী রোকেয়া বেগম।
সন্মাননা স্বরুপ তাদের প্রত্যেক কে ক্রেষ্ট ও সনদ পত্র দেওয়া হয়।
বক্তারা বলেন,দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ ও ভূমিকা অনস্বীকার্য। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে নারীদের আরো উদ্যমী হতে হবে ।