সুবল দেব নাথ – বোদা উপজেলা প্রতিনিধি
মোঃ কাবুল হোসেন পিতা-মৃত ওসমান আলী। চেহেরায় দৈন্য ও জীর্ণ- শীর্ণ ছাপ! সাথে পার্টনার হিসেবে – হারুন অর রশীদ পিতা- আজিমুল হক উভয়ে বাড়ি হাড়িভাসা, থানা- সদর জেলা- পঞ্চগড় । দু-জনে একত্রে ভারত হতে মাদক নিয়ে এসে অনেক দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এমন তথ্য যাচাই-বাছাই কালে গত ইং- ২৫/৪ তাং বোদা কালিয়া গন্জ ধামেরহাট এলাকায় ইয়াবা বিক্রি করার সময় হাতে নাতে ১৪০ পিস ইয়াবা সাথে একটি মোটর সাইকেল সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।