বোদা উপজেলা প্রতিনিধি-সুবল দেব নাথ।
পঞ্চগড়ের বোদা উপজেলায় গৌপন সংবাদের মাধ্যমে গত ইং ১১/৫ / ২০২১তাং দিবাগত রাতে বোদা থানা এলাকায় রাত্রীকালীন অভিযান পরিচালনায়ঃ- মাড়েয়া বামন হাট হতে মোঃ জুয়েল ইসলাম (২৩) পিং- মোঃ হাসেম আলী সাং বোয়ালমারী এবং মোঃ ফারুক হোসেন পিং- পশির উদ্দিন সাং- ভক্তের বাড়ি বেংহারী কে ময়দান দীঘি এলিট পাম্প এলাকা হতে ধৃত করা হয়।
উভয়ের নিকট হতে হাফ কেজি করে মোট এক কেজি গাঁজা পাওয়া যায়। একজন আসামী পলাতক আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।