এমএ শরিফ জেলা প্রতিনিধি ভোলা।
অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলা এর সার্বিক তত্ত্বাবধানে ইং-২২/০৪/২০২১ তারিখ রাত ১১.২৫ ঘটিকার সময় এসআই (নিঃ)/মোঃ জাফর ইকবাল সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায়া বিশেষ অভিযান পরিচালনা কালে বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ ফুল কাচিয়া সাকিন হইতে আসামী মোঃ হেলাল (২৩), পিতা-মৃত কাঞ্চন দরবেশ, সাং-ফুলকাচিয়া, ০৫নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা এর হেফাজত হইতে ১১ (এগার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ধৃত করেন। ধৃত আসামীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা রুজু হইয়াছে।