এম.এ শরিফ হাসান।
জেলা প্রতিনিধি ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের আয়োজন বোরহানউদ্দিন আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা হয়।
এসময় বোরহানউদ্দিন উপজেলা সকল নেতাকর্মীরা অংশ নেয়,এবং এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি জসিমউদদীন হায়দার, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জনাব রফিকুল ইসলাম , উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম , সাধারন সম্পাদক মুজিবুর রহমান পল্লাশ বিশ্বাস পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হাসান মুন্না জান, আরো উপস্থিত ছিলেন কলেজ শাখা ও ইউনিয়নের নেতাকর্মীরা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দীন খাঁন, সাধারণ সম্পাদক ইসমাঈল খাঁন, পৌর যুবলীগের সভাপতি মিরাজ পাটওয়ারী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সেচ্ছাসেবীলীগের হীরা ভাই সহ আরও অনেকে।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।