মেহেদী হাসান মোরশেদ – স্টাফ রিপোর্টার
৭ নং টবগী ইউনিয়ন দালালপুর ৫ নং ওয়ার্ডে জোরপূর্বক জমি দখল করেন জালাল গংরা।
সফিউল্লাহ হাজীর ৩২ শতাংশ জমির মাথায় রোডের সাথে একটি দোকান করে ভাড়া দেন জালালের কাছে,
জালাল ভাড়া কৃত দোকান ও নালের জমি জোর করে দখল করেন। এর আগেও জমি নিয়ে তর্কবির্তকের মধ্যে জালালের গংরা সফিউল্লাহ হাজীকে মারধর করেন। তিনি কারোও কাছে বিচার না পেয়ে ভোলা কোর্টে একটি মামলা করেন। আজ ০৮-০৮ -২০২১ ইং তারিখে জালালের গংরা জমি চাষ করতে এলে সফিউল্লাহ তাকে বাধা দিলে জালালের গংরা সফিউল্লাহ হাজীর ওপর হামলা চালায়। জমি চাষকে কেন্দ্র করে তাকে বিভিন্ন ভাবে ভয়বীতি দেখালে তিনি বোরহানউদ্দিন থানা একটি জিডি করেন। জিডি নাম্বার ৬৫০, সফিউল্লাহ হাজী জমি চাষ করতে গেলে নেজামলের নেতৃত্বে সফিউল্লাহ হাজীর ওপর হামলা চালায়, তাত্ক্ষণিক সফিউল্লাহ হাজী থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আসে।
সাব- ইন্সক্টর আলতাফ হোসেন জানান আমি ঘটনাস্থলে আশার পর নেজামল ব্যাপক উত্তেজনা করে পরে আমি নিয়ন্ত্রণ না করতে পেরে থানায় ফোন করে আরও প্রশাসন আনি, এরপর নেজামল ও জালালের গংরা পালিয়ে যায়
স্হানীয় লোকজন জানান- নেজামল এই এলাকায় সবাইকে আতংক করে রেখেছে, পায়ে পারা দিয়ে ঝগড়া করে। জুয়া খেলার আসর মিলায় এই নেজামল।তার কারনে এলাকাবাসী অতিষ্ট।