আজ বুধবার বিকাল ৫.৩০ ঘটিকায় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল বলেন ১৯৪৯ সনের ২৩ জুন এই দিনে রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আবুল হোসেন শামসুল হক, মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়েছে, তাদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণ-অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন ৭১ এর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রাম আওয়ামী লীগের নেতৃত্বেই গড়ে উঠেছে ,গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের মধ্যে দিয়ে ৭২ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রাচীন এই রাজনৈতিক দলের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। নানা ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই ও সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে উপনীত হয়েছে আওয়ামী লীগ। দীর্ঘ ৭২ বছরে দলটি অনেক ঐতিহ্য-গৌরব স্থাপনে সক্ষম হয়েছে।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার ,জসিমউদ্দিন মিয়া,আ’ন’ম আবদুল্লাহ,রাসেল আহমেদ মিয়া প্রমুখ
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।