ব্রেভ প্রকল্প দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে সেন্ট মেরিজ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্প্রীতি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৯ ই মার্চ ২০২১ বিকাল ৩ টায় চাঁদপাই ইউনিয়নে ব্রেভ প্রকল্পে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সালাম এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোস্তাফা শেখ ও ইউপি সদস্য দুর্জয় হালদার সহ এলাকার নেতৃিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সকল দি হাঙ্গার প্রজেক্ট ও ব্রেভ প্রকল্পপের সদস্যবৃন্দসহ উপস্থিত ছিলেন।
এছাড়া দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে বাস্তবায়িত ব্রেভ প্রকল্পের মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান এবং নয়ন মন্ডল উপস্থিত থেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন সভায় উপজেলা সমন্বয়কারী ব্রেভ প্রকল্পের লক্ষ্য ও উদ্যেশ্য গুরুত্ব তুলে ধরেন। এছাড়া উন্মুক্ত আলোচনায় সকলকে অত্র এলাকায় জঙ্গিবাদ-উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক সহনশীল অবস্থান রাখার জন্য ঘৃণাজনিত উক্তি এবং ঘৃনাজনিত অপরাধের বিষয়গুলো তুলে ধরার জন্য অনুরোধ করেন।
আরও আলোচনা করেন এবং সকলকে উন্মুক্ত আলোচনার জন্য ব্রেভ প্রকল্প দি হাঙ্গার প্রজেক্টের অনেক কার্যক্রমের মধ্যে এই অনুষ্ঠান আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেন্ট মেরিজ প্রাথমিক বিদ্যালয়ে আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে একদল সেচ্ছাব্রতী তৈরী করা, তৃনমূলের নারীদের মধ্যে নেতৃত্ব বিকাশ,স্থানীয় সরকার ব্যাবস্থাকে কার্যকর ও শক্তিশালী করেন এবং অ্যাডভোকেসি করা এবং সামাজিক জোট গড়ে তোলা,এবং ১৯৭০ এর দশক থেকে নারীরা রসদ যোগার, রাজনৈতিক সুরক্ষা,পরিচালনা এবং জঙ্গি নিয়োগের মতো সহজ কাজ করা শুরু করে, এবল ১৯৮০ এর দশকের মাঝামাঝি থেকে,তারা যুদ্ধক্ষেত্রে সামনের সারির যোদ্ধা হিসাবে আরও সুস্পষ্ট ভূমিকা রাখতে শুরু করে।
আসুন নারীর প্রতি সকল ধরনের সহিংসতাকে রুখে দিই।
পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতি তে সাংস্কৃতিক অনুষ্ঠানে যেমন বিস্কুট দৈর,বালিশ খেলা,চেয়ার সেটিংস,ব্যাং লাপ,সুই গাতা,হারী ব্যাংগা বধূর কপালে টিপ,নাচ গান,রচনা আবৃতি,উপস্থিত ব্যক্তিতা সহ বিভিন্ন খেলার আয়োজন করেন সর্বশেষে পুরুষ্কার বিতারন করেন।
এছাড়া অতিথিদের বক্তব্যে আইন-শৃংখলা পরিস্থিতির উপর সকলের উদ্যেশ্যে দিকনির্শনামূলক ও করোনা ভাইরাস প্রতিরোধ থেকে সচেতন থাকতে বলে বক্তব্য প্রদানের মাধ্যমে সভাটির সমাপনি করেন।