মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার)
খাদ্য ব্যবস্থার রূপান্তর’ মানুষের জন্য যুব উদ্ভাবন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস ২০২১ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার বৃহত্তর লঘাটি যুব সংঘের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে ও বৃহত্তর লঘাটি যুব সংঘের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বৃহত্তর লঘাটি যুব সংঘের আহ্বায়ক ফখরুল ইসলাম লাল।
বৃহত্তর লঘাটি যুব সংঘের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোয়েব আহমদ চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুর্নেন্দু কুমার দত্ত।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বৃহত্তর লঘাটি যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মস্তফা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকতি, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক অর্থ সম্পাদক আবুল খায়ের শিমুল, সদস্য মিজানুর রহমান, কয়েছ আহমদ বাবু প্রমূখ।