মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় খাসিয়া পুঞ্জিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি’র পুত্র জাকির হোসেন জুমনকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ই মার্চ) রাতে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সাত নম্বর খাসিয়া পুঞ্জিতে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক টারজেন পাপাংয়ের উপস্থাপনায় সাত নম্বর মাধবকুণ্ড পুঞ্জির প্রধান (মান্ত্রী) ওয়ানবর এলগিরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সুযোগ্যপুত্র জাকির হোসেন জুমন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রাজীব দেবনাথ, উপজেলা একাডেমিক কর্মকর্তা শাখাওয়াত হোসেন, ১০ নং দক্ষিণভাগ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস শিমুল, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাত নম্বর পুঞ্জির সেক্রেটারি পাইলট মারলিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াব, বড়লেখা উপজেলা যুবলীগের সহ সভাপতি, ১০ নং দক্ষিণভাগ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মহীউদ্দিন আহমেদ আদনান, জুড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভুঁইয়া উজ্জ্বল, খাসি ইয়ুথ ক্লাবের সভাপতি ডিকসন মারলিয়া প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান বলেন, আদিবাসী খাসিয়াদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুঞ্জির রাস্তার সিড়ি। বর্ষাকালে সিড়ি বেয়ে উঠানামা অনেক কষ্টকর হয়ে পড়ে। তিনি বলেন, স্থানীয় সাংসদ পরিবেশ মন্ত্রী মহোদয় উপজেলার ১৯ টি খাসিয়া পুঞ্জিতে সিড়ি তৈরি করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আশা করি পর্যায়ক্রমে সবগুলো পুঞ্জিতে সিড়ি তৈরি করে দেওয়া হবে।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুবক যুবতীরা দেশাত্মবোধক নৃত্য ও ঐতিহ্যবাহী খাসি নৃত্য পরিবেশন করে।