মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সিএনআরএসের সূচনা প্রকল্প।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। স্বাগত বক্তব্য দেন সূচনার পুষ্টি কর্মকর্তা আল আমিন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদীপ বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রণয় কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজ, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা রফিজ মিয়া, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক বিজয় দেবনাথ, সূচনার জেলা পুষ্টি কর্মকর্তা আলতাফ হোসেন, সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ প্রমুখ।