মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সাত নম্বর খাসিয়া পুঞ্জিতে মঙ্গলবার (২৫ মে) দুপুরে শিশুশ্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্বিক সহযোগিতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে এই সেমিনার হয়।
সাত নম্বর খাসিয়া পুঞ্জিতে প্রকল্পের উপকারভোগী চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম (সি.এস.পি) অভিভাবকদের জন্য এ সেমিনারের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাংয়ের সভাপতিত্বে মা ও শিশু পরিচর্যাকারী (ইমপ্লিমেন্টর) আইটিমন পঃস্নার সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন, দৈনিক ইত্তেফাকের বড়লেখা প্রতিনিধি ও সিলেট টুডের স্টাফ রিপোর্টার সাংবাদিক তপন কুমার দাস, বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন দাস।
এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প হিসাবরক্ষক ডিকো সুরং, সমাজ উন্নয়ন কর্মী রিতা সুছিয়াং, মা ও শিশু পরিচর্যাকারী প্রিয়াঙ্কা এলগিরি, শিশু উন্নয়ন কর্মী মাইকেল নংরুম, হেমসন ধার, রাজু খংলাঃ, শান্তি পঃস্না প্রমুখ।