মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র প্রবাসী গিয়াস উদ্দিন আহমদ (৭৫) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক বিবৃতি দিয়েছেন
মৌলভীবাজার-১ আসনের (জুড়ী-বড়লেখা) সাংসদ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
শোক বার্তায় পরিবেশ মন্ত্রী বলেন, মরহুম গিয়াস উদ্দিন আহমদ স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ দুঃসময়ে আওয়ামীলীগের প্রথম সারির একজন নেতা হিসেবে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে তাঁর অবদান আওয়ামী পরিবার আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মরহুম গিয়াস উদ্দিন আহমদ শুক্রবার (১৪ মে) নিউইয়র্ক সময় সকাল ৬.৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না —-রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে, ১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।