আর সেন চট্টগ্রাম লোহাগাড়াঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। উক্ত এডহক কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন বড়হাতিয়ার সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক শিক্ষানুরাগী বিজয় কুমার বড়ুয়া।
গত ২৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলী তাকে সভাপতি পদে মনোনয়ন দেন বলে জানা গেছে।
বিজয় কুমার বড়ুয়া বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক,মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম নেতা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ছোট ভাই।
নব গঠিত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বিজয় কুমার বড়ুয়া জানান, আমি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত করায় বিদ্যালয়টি দীর্ঘদিনের পুরোনো এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয় ভূমিকা রাখছে। আগামীতে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে সভাপতি হিসেবে বিজয় কুমার বড়ুয়া মনোনীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, লোহাগাড়ার গর্বিত সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন।