এম এইচ ফাহাদ।।
ভোলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।বুধবার (৭ এপ্রিল) রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মোঃ মফিজুল ইসলাম (৬০) সদর উপজেলার চরনোয়াবাদ চৌমুহনী এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দু’জনসহ জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১২ জনের।
ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ৬ এপ্রিল তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধী অবস্থায় বুধবার রাতে (৭ এপ্রিল) তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘন্টায় ভোলায় ৯৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৫৫ জনে দাঁড়িয়েছে।