• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ লৌহজংয়ে দশ ট্রাক চায়না দুয়ারি আটক দৌলতখানে উঃ জয়নগর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ ফরিদগঞ্জে ৩১ পরিবার মুজিবর্ষের ঘর প্রদানের মধ্যে দিয়ে উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা ভোলা কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠিত লৌহজংয়ে ১৭ জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

ভোলায় বাস চাপায় কলেজছাত্রীসহ নিহত ৪

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ৪৭ জন পড়েছে
প্রকাশিত সময়: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

এম এ আশরাফ, নিজস্ব প্রতিবেদক:

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে “শ্যামলি সার্ভিস” যাত্রীবাহী বাসের চাপায় কলেজের দুই ছাত্রীসহ চারজন নিহত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে মহাসড়কের ওতোরউদ্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উত্তর জয়নগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কয়ছর মাতাব্বরের মেয়ে রিমা (১৭), জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও বাংলা-বাজারের ব্যবসায়ী মো. কালাম (৫৫) দূর্ঘটনায় নিহত হয়। তারা তিনজন একই এলাকার। নিহত শিক্ষার্থীরা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির। এ ঘটনায় অটোরিকশার চালক আব্দুল কাদের গুরুতর আহত অবস্থায় বরিশাল মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর এলাকা থেকে একটি থ্রি হুইলারে তিন জন যাত্রী বাংলাবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাংলাবাজারের দক্ষিণ পাশে ওতোরউদ্দি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা শ্যামলি সার্ভিস নামক গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিন যাত্রী নিহত হয়।
নিহত শিখা ও রিমার পরিবার জানায়, শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কলেজে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এরা দুই জন অটোরিকশা যোগে কলেজে যাচ্ছিলেন। এসময় বাংলা বাজারের দক্ষিণ পাশে ওতোরউদ্দি এলাকায় তাদের অটোরিকশাটিকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে চলে যায়। এতে এরা দুইজনসহ অটোতে থাকা আরও এক যাত্রী নিহত হয়।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. জাকির ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছে। বোরাক ড্রাইভারকে বরিশাল পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিন জন নিহত ও এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভোলা বাস মালিক সমিতির চালককে এবং শ্যামলি সার্ভিস নামক ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌