মোঃ সাইফুল ইসলাম আকাশ – ভোলা প্রতিনিধি
ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় এ পর্যন্ত ২ হাজার ৫৭০টি মামলায় ২ হাজার ৫৮৯ জনকে ২৩ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এছাড়া ১৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
কঠোর বিধিনিষেধের আজ রবিবার ১০তম দিনভর শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে।
ইলিশা ফেরিঘাটে লঞ্চ চলাচল অব্যাহত থাকলেও তেমন কোন যানবাহন দেখা যায়নি তবে অটোরিকশা, মাহিন্দ্রা চলাচল অনেকটা স্বাভাবিক ছিল।
এদিকে স্বাস্থ্য বিধি না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ও লকডাউনের শর্ত ভঙ্গ করায় রবিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৬টি মোবাইল কোর্টে ৯৫টি মামলায় ১০১জনকে ৬৭,৭৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভোলা জেলা প্রশাসনের কার্যালয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান,লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৬ টি মোবাইল কোর্টের মাধ্যমে রবিবার ৯৫টি মামলায় ১০১ জনকে ৬৭ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড করা হয়। এর মধ্যে ভোলা সদরে ৮টি মোবাইল কোর্ট ৪০টি মামলায় ৪৩জনকে ২৮৫৫০ ,দৌলতখান ২টি মোবাইল কোর্ট ৫টি মামলায় ৫ জনকে ১৪,৫০০টাকা,বোরহানউদ্দিন ১টি মোবাইল কোর্ট ৯টি মামলায় ৯ জনকে ৫৬০০টাকা,লালমোহন ১টি মোবাইল কোর্ট ১২টি মামলায় ১২ জনকে ৭১০০,তজুমদ্দিন ১টি মোবাইল কোর্ট ১১টি মামলায় ১১ জনকে ৪৫০০ টাকা চরফ্যাশন ২টি মোবাইল কোর্ট ১৫টি মামলায় ১৮ জনকে ৬৩০০ টাকা
মনপুরা ১টি মোবাইল কোর্ট ৩টি , মামলায় ৩ জনকে ১২০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া এ পর্যন্ত ২ হাজার ৫৭০টি মামলায় ২ হাজার ৫৮৯ জনকে ২৩ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত এবং ১৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।